গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে হত্যাসহ ডাকাতি ও যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত ৩ আসামি এবং ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ।
গৌরনদী থানার ওসি মো: আলাউদ্দিন মিলন জানান, উপজেলার উত্তর মাগুরা গ্রাম থেকে শনিবার দিবাগত গভীর রাতে হত্যাসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আবুল কালাম ফকির (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের চানমিয়া ফকিরের ছেলে ও ২০০৯ সালে আগৈলঝাড়া থানার হত্যাসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি। একই রাতে উপজেলার দিয়াসুর গ্রাম থেকে জি.আর যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি রাসেল চৌকিদারকে ও চাঁদশী গ্রাম থেকে ওয়ারেন্টভ্ক্তূ আসামি মো: আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, শনিবার রাতে উপজেলার চরগাধাতলী এলাকা থেকে ১৯৪ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা বেল্লাল হাওলাদার, সাইফুল ইসলামকে ও কসবা এলাকা থেকে ৫৩পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা রাজীব হাওলাদার, মেহেদী হাসানকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর টহলদল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন