শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১শ’ টাকার জন্য মায়ের সাথে অভিমান করে কাপ্তাই স্কুল ছাত্রীর আত্মহত্যা

কাপ্তাই (রাঙামাটি) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১১:০৭ পিএম

কাপ্তাইয়ে বান্ধবির জন্মদিনে উপহার দিতে মায়ের কাছে ১’শ টাকা চেয়ে, না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে স্কুল ছাত্রী জান্নাতুল ফেরদাউস সাথী (১৫)। রবিবার রাত সাড়ে ৮টায় কাপ্তাইয়ের চন্দ্রঘোনার আবাসিক এলাকার এফ.এ টাইপ কোয়াটার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী কেপিএম উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। সাথীর বাবা মো. ফারুক সিএনজি চালিত অটোরিক্সা চালক।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত স্কুল ছাত্রীর পিতা পেশায় একজন সিএনজি চালক। দরিদ্র পরিবার হওয়ায় সাথীর চাওয়া ১’শ টাকা দিতে ব্যার্থ হয় তারা। এ ঘটনায় সাথী অভিমান করলে তার মা টাকা হাওলাতের জন্য পাশের বাসায় গেলে এ সুযোগে বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ওরনা প্যাঁচিয়ে ফাঁস দেয় সাথী। এসময় ঘটনাস্থলের মারা যায় সে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোমবার (৩১ই আগষ্ট) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন