শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লালপুরে ভেজাল গুড় কারখানা মালিকের জরিমানা এক লক্ষ টাকা!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ৬:১৬ পিএম

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরী কারখানায় অভিযান চালিয়ে জহুরুল ইসলাম নামের এক কারখানা মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জহুরুল উপজেলার ওয়ালিয়া গ্রামের দিনার আলীর ছেলে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার ওয়ালিয়া গ্রামের জহুরুলের ভেজাল গুড় তৈরী কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতির ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব জানায়, দুপুরে র‍্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল লালপুরের ওয়ালিয়া গ্রামের জহুরুলের ভেজাল গুড় তৈরী কারখানায় অভিযান চালায়। এসময় ভেজাল গুড়, রং, চিনি, ফিটকারী, হাইড্রোজসহ কারখানা মালিক জহুরুল কে আটক করে।পরে উপজেলা নির্বাহী অফিসর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি ভেজাল গুড় তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪২ ধারায় জহুরুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমান করেন।
উপজেলা নির্বাহী আফিসার উম্মুল বানীন দ্যুতি ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ash ১ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩৫ এএম says : 0
AK LAKH TAKA JORIMANA TO NA, OTA ASHOLE ARO WTHSHAHO WDDIPONAR JOGANOR JONNY KORA HOYESE
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন