রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বগুড়া-নাটোর মহাসড়কের বেহাল দশা

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

বগুড়া-নাটোর মহাসড়কটি উত্তরবঙ্গের জনপদের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা। কিন্তু সংস্কারের অভাবে মহাসড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। বগুড়া থেকে জামতলি পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার অংশ অকজো হয়ে গেছে। সড়কের বেশিরভাগ স্থানে পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে সড়কের গর্তে পানি জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে। এই প্রতিক‚লতা মেনে প্রতিদিন মহাসড়কে লাখো মানুষ যাতায়াত করছে। চলছে অংসখ্য বাস, মিনিবাস, মাইক্রোবাস, সিএনজি, মালবাহি ট্রাক, ভ্যান, মোটরসাইকেল ইত্যাদি। দিনাজপুর, রংপুর, বগুড়া থেকে নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, খুলনা, যশোর যাওয়ার একমাত্র সড়ক এটি। গুরুত্বপূর্ণ সড়কটি ‘ফোর লেন’ হওয়ার কথা থাকলেও নেই কোনো তৎপরতা। সড়কের দুপাশ দিয়ে অনেক দোকানপাট ও হাট-বাজার বসায় প্রশস্থতা অনেক কমে গেছে। ফলে প্রায়ই তীব্র যানযট লক্ষ করা যায়। ফলে মহাসড়কটিতে প্রতিনিয়ত ঘটছে মারাত্মক দুর্ঘটনা। বাস্তবতা দেখে মনে হয়, সড়কটির যেন কোনো অভিভাবক নেই। এমতাবস্থায় গুরুত্বপূর্ণ মহাসড়কটি অতিদ্রুত, সুপরিকল্পিতভাবে মেরামত ও সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মোহাম্মদ অংকন
নাটোর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন