গোপালগঞ্জে মাছ ধরতে গিয়ে মধুমতি নদীতে ডুবে কলেজ ছাত্র হাবিল সিকদার (২০) নিখোঁজ হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মধুপুরে মধুমতি নদীতে এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ হাবিল সিকদার পার্শ্ববর্তী মানিকহার গ্রামের মুসা সিকদারের ছেলে। সে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামিক স্টাডিস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার স.ম আরিফুল হক জানান, মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকায় খেপলা জাল দিয়ে মাছ শিকার করছিলেন ওই কলেজ ছাত্র। ছাত্রটি খেপলা জাল দিয়ে নদীতে খ্যাপ দেয়। এর মধ্যে তার জালে নদীর পানির নিচ থেকেই প্রবল টান লাগে। সেই টানে ওই ছাত্র দেহের ভারসাম্য রক্ষা করতে না পেরে নদীর পানিতে পড়ে নিখোঁজ হয়। ঘটনাস্থলে প্রচন্ড স্রোতে ও গভীরতা রয়েছে। উদ্ধার কাজ করতে আমরা ডুবুরি দলকে খবর দিয়েছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন