শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাপুরে খালের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ৭:২৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরার জালসহ সাতরে খাল পার হওয়ার সময় পানিতে ডুবে খাইরুল ইসলাম নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার সোহাগপুর খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সন্ধায় এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোড়াই ইউপি সদস্য মো. কামরুজ্জামান। খাইরুল ইসলাম গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে। সে গোড়াই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্র জানায়, সকাল এগারোটার দিকে খাইরুল মাছ ধরার একটি জাল (ঝাকি জাল) নিয়ে সাতরে সোহাগপুর খালের এপার থেকে ওপারে যাওয়ার সময় পানিতে ডুবে নিখেঁাঁজ হয়। পরে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা অনেক খোঁজাখোঁজির পরও খাইরুলের সন্ধায় করতে পারেনি। বিকেলে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধা সাড়ে ৬টার দিকে ডুবে যাওয়া স্থান থেকে ২০ গজ ভাটিতে থেকে স্কুল ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার করে তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন