শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ছয় মাসের মধ্যে ভবন রঙ করুন -আনিসুল হক

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী ছয় মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার ভবনগুলো রঙ করতে মালিকদের পরামর্শ দিয়েছেন মেয়র আনিসুল হক। সেই সঙ্গে নগরীর পরিচ্ছন্নতায় দোকান ও ভবনের সামনে আবর্জনা এবং রাস্তা কিংবা ফুটপাতে নির্মাণসামগ্রী ফেলে না রাখার আহŸান জানিয়েছেন তিনি।
গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তরা মডেল টাউনের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এ আহŸান জানান। উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি কমিউনিটি সেন্টারে এই সভা আয়োজন করে উত্তর সিটি কর্পোরেশন।
সভায় ভবন-মালিক, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন। মেয়র সবার কথা শোনেন এবং সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। মেয়র বলেন, উত্তরার উন্নয়নে ১২০ কোটি টাকার কাজ চলছে। আরও উন্নয়নের পরিকল্পনা আছে। উন্নয়ন কর্মকাÐ পরিচালনায় আমরা ৫০০ গাছ কেটে ৩০ হাজার গাছ লাগিয়েছি। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনসহ ঢাকার ডিপ্লোমেটিক জোনের ভবন মালিকদের সোসাইটিগুলোর সহায়তায় বেসরকারি নিরাপত্তা বাহিনী গঠন এবং নির্দিষ্ট রঙের রিকশা চালু করা হচ্ছে। এই রিকশাচালকদের নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ ছাড়া শিগগিরই ওই এলাকায় ঢাকা-চাকা নামে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ বাস চালু হবে।
স¤প্রতি চালু হওয়া নগর অ্যাপ সম্পর্কে মেয়র বলেন, এই অ্যাপের মাধ্যমে আপনাদের যেকোনও অভিযোগ আমি সরাসরি দেখতে পাব। মেয়রকে আপনারা যেকোনও প্রয়োজনে পাশে পাবেন।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান রাজস্ব কর্মকর্তা, অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা, স্থানীয় কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন