মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩০। এ বয়সেই আমার মুখে, ঘাড়ে ও হাতে বয়সের চিহ্ন ভরে গেছে। আমি এর স্থায়ী সমাধান চাই।
মিসেস সালমা। কালসি। ঢাকা

উত্তর : আর নেই ভাবনা। কারণ- কসমেটিক সাজারি মেসোথেরাপী আপনার মুখ ও দেহের বয়সের চিহ্ন কোন পার্শ্ব-ক্রিয়া ছাড়াই মাত্র ১ সেশন চিকিৎসায় নির্মূল করতে সক্ষম।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৩৮। বিয়ের সময় আমি শারীরিকভাবে সক্ষম ছিলাম। কিন্তু বর্তমানে আমার লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। আমি এই দুঃসহ যাতনা হতে মুক্তি চাই।
জামিল। হাজিগঞ্জ। চাঁদপুর।

উ: আপনি সম্ভবত : পুরুষত্বহীনতায় ভুগছেন। আপনার রক্তে সেক্স-হরমোন সমূহের ভারসাম্যহীনতা শনাক্ত করে একজন যৌন রোগ বিশেষজ্ঞ অতিদ্রুত আপনাকে সুস্থ করে তুলতে পারবেন।

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৮। আমার মুখে বুকে ও পিঠে অনেক বড় বড় ব্রণ হয়েছে। আমি অতি অল্প সময়ে এ থেকে মুক্তি চাচ্ছি।
- রুকশানা। শনির আখরা। ঢাকা।

উ: আপনার জন্য সু-খবর হলো-রেডিও সার্জারি চিৎসায় কোন পার্শ্ব-ক্রিয়া ছাড়াই আপনার মুখের ব্রণ নির্মূল করতে সক্ষম।

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২৭। আমার মুখে অনেক বাদামী তিলা হয়েছে। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গেছে। প্লিজ আমাকে তিলা হতে মুক্তির একটি সুপরামর্শ দেবেন।
মায়া। বদরুন্নেসা কলেজ। ঢাকা।

উ: আপনি আপাতত রোদ থেকে দূরে থাকুন। এতে না কমলে আপনি একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন। লেজার চিকিৎসার মাধ্যমে তিলা থেকে মুক্তি পাবেন- ইনশা আল্লাহ।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন : ০১৬৮৮৮৪৯৪৬০।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Homayun Kabir ৪ সেপ্টেম্বর, ২০২০, ১:১৫ পিএম says : 0
মুল্যবান পেইজ টি আমি নিয় মিত পড়ার চেষ্টা করি আমিন
Total Reply(0)
নিলয় ৪ সেপ্টেম্বর, ২০২০, ২:৪৮ পিএম says : 0
আমার ডান হাতের কব্জির গোড়ায় প্রথমে একটা আঁচিল উঠেছিল,তারপর ধীরে ধীরে আরো কয়েকটা আঁচিল আমার ডান হাতের অনেক জায়গায় উঠছে, আঁচিল থেকে মুক্তি পাওয়ার কোন উপায় আছে
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন