রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাচোলে কর্মহীনদের ত্রাণ বিতরণ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সিসিডিবি’র সিপিআরপি প্রকল্পের উদ্যোগে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সংস্থার ‘সিপিআরপি প্রকল্পের ফোরাম’-এর ১শ’ ৬৩ জন সদস্য’র মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ টি সাবান। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সিসিডিবি-সিপিআরপি’র এরিয়া ম্যানেজার দর্কা সেন এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বাইরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী, সিসিডিবি-সিপিআরপি’র কর্মসূচী কর্মকর্তা হিউবাট বাড়ৈ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন