করোনাভাইরাস মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে তরুণরা। আগামী দিনগুলোতে এই উদ্যোম-অবদান অব্যাহত থাকবে এবং সঙ্কট মোকাবিলায় তরুণদেরই আরও বেশি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ইয়ং বাংলার লেটস টক-এর বক্তারা। গতকাল তরুণদের প্ল্যাটফর্ম ইয়ং বাংলা আয়োজিত তিনদিনব্যাপী ‘কোভিড-১৯ রিকভারি: ইয়ুথ ডেভেলপমেন্ট’ শীর্ষক সিরিজ লেটস টকের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
এই সিরিজ লেটস টকের উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, কোভিড-১৯ অবস্থার মধ্যে তরুণদের উদ্বেগের জায়গা কী, পরামর্শ কী, এই বিশেষ অবস্থায় করোনা মোকাবিলায় তাদের উপদেশ, ইচ্ছা প্রতিফলন করতে পারেন। সরকারি পর্যায়ে যারা পলিসি মেকার আছেন, আইনপ্রণেতা আছেন তাদের কাছে আমরা এই বিষয়গুলো নিয়ে আসতে চাই।
করোনা মোকাবিলায় বাংলাদেশের তরুণদের ভূমিকার প্রশংসা করে চাইল্ড হেলথ রিসার্স ফাউন্ডেশনের (সিএইচআরএফ) তরুণ বিজ্ঞানী সেঁজুতি সাহা বলেন, তরুণদের কাজের কথা যত জানছি তত অনুপ্রাণিত হচ্ছি। তত মনে হচ্ছে কত দ্রুত আরও বেশি কাজ করতে পারবো। তিনি বলেন, অবশ্যই আমরা একটা সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা অন্যভাবেও দেখতে পারি। হয়তোবা তরুণদের জন্য এটা একটা সুযোগ। ছাপ ফেলে যাওয়ার সুযোগ।
করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স নিয়ে কাজ করা এই তরুণ বিজ্ঞানী বলেন, আমরা ভাইরাস নিয়ে অনেক বছর ধরে কাজ করছি। কিন্তু করোনাভাইরাস নিয়ে অন্য সব ল্যাবের মতো আমরা কখনো কাজ করিনি। একই সময় আমরা বুঝলাম এটাই সে সুযোগ বাংলাদেশের জন্য কিছু করার।
আগামী দিনগুলোতে তরুণদের আরও বেশি দায়িত্ব নিতে হবে মন্তব্য করে সেঁজুতি সাহা বলেন, সামনে সঙ্কট, আরও অনেক বড় সঙ্কট। আমরা যদি মনে করি আমরা একটা সঙ্কটের মধ্যে আছি, তাহলে এটাও মনে রাখতে হবে আমরা অনেক বড় একের অধিক সঙ্কটের মুখোমুখি। যেখানে তরুণদেরই অনেক বেশি দায়িত্ব রয়েছে।
ইয়ং বাংলার আহবায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, মহামারি মোকাবিলায় তরুণরা একেবারে তৃণমূল থেকে তাদের নিজস্ব পদক্ষেপের সঙ্গে সম্পৃক্ত। সরকারি-বেসরকারি বিভিন্ন পদক্ষেপের সঙ্গে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে তারা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নারী ক্রিকেট দলের সদস্য টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন, সামদানি আর্ট ফাউন্ডেশনের রাজিব সামদানি, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) ইজাজ আহমেদ, জাগো ফাউন্ডেশনের করভী রাখসান্দ, মজেসিআই বাংলাদেশের সারাহ কামাল ও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী শাকিলা ইসলাম। অনুষ্ঠানে ইয়াং বাংলার কার্যক্রমের ওপর একটা অডিও ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন