বগুড়া অফিস : বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজছাত্র রনি হোসাইনের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে স্থানীয় দিঘলকান্দি এলাকায় নদীর তীর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
শনিবার দুপুরে বগুড়া শহরের মালগ্রাম এলাকার বাসিন্দা রনি কয়েক বন্ধুকে নিয়ে সারিয়কান্দীর কালিতলা গ্রোয়েন বাঁধের নিকট নদীতে গোসল করতে গিয়ে প্রবল স্্েরাতের তোড়ে ডুবে যায়। স্থানীয় লোকজন, পুলিশ ছাড়াও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার সন্ধানে নদীতে দীর্ঘ সময় তল্লাশী চালায়। রোববার দুপুরে দিঘলকান্দী এলাকায় লাশ ভেসে উঠে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন