বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

সামাজিক বনায়ন ক্ষতির দায়ে রাঙ্গামাটি সিনিয়র আদালতে মামলা প্রামাণিত হওয়ায় ৫ জনকে পুলিশ আটক করে আদালতে প্রেরণ করে। পরে আসামিরা জেল হতে জামিনে ছাড়া পেয়ে বাদীকে প্রাণনাশের হুমকির দিয়েছে বলে আভিযোগ উঠেছে।
জানা যায়, পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বিটের সামাজিক বনায়নের বাদশার টিলা নামক এলাকায় ২০০৯-২০১৮ সনের সৃজিত আগর বাগানের ১০৫ হেক্টর পাহাড়ি বনায়নের মধ্যে ৪ হেক্টর ৩টি প্লটের বাগানের চুক্তিবদ্ব হন আলেক ভান্ডারী। তদন্ত প্রতিবেদনে জানা যায়, আলেক ভান্ডারী অনেক টাকা পয়সা খরচ করে নিজ বাগানে সরকারি বনায়নের পাশাপাশি নিজে লাখ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে। এদিকে এলাকার কিছু দুস্কৃতিকারী মো. ইসমাল, মো. শাহাদাত, চানমিয়া, মো. ইউনুস ও মো. শহিদুল্লারা সম্প্রতি গরু দিয়ে এবং নিজেরা লাখ টাকার গাছ কর্তন করার অভিযোগ উঠে। আর তা আদালতের প্রতিবেদনে প্রমাণিত হওয়ার গত বুধবার উপরোক্ত আসামিদের কাপ্তাই থানার এসআই খলিলুর রহমান আটক করে। আটকের পর রাঙ্গামাটি আদালতে তাদের সোর্পদ করে। এদিকে, আলেক ভান্ডারী গতকাল অভিযোগ করে বলেন, যে আসামিরা জামিনে ছাড়া পেয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এবং আমার বাগানে উঠেতে দিবে না বলে তারা আমাকে শাসিয়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন