রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

তুরস্কে ১২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪৭ পিএম

তুরস্কের ভান প্রদেশ থেকে ১২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার তাদের আটক করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রাদেশিক সুরক্ষা অধিদফতর।

ইপেক্যোলু জেলায় একটি মিনিবাস থেকে তাদের আটক করা হয়। আটককৃত অন্যরা হলেন- আফগানিস্তানের ২৪ জন, পাকিস্তানের ২০, সিরিয়ার সাত ও মিয়ানমারের দুজন নাগরিক। আইনি প্রক্রিয়ার জন্য তাদেরকে প্রাদেশিক অভিবাসন দফতরে পাঠানো হয়েছে।

২০১৯ সালে রেকর্ড সংখ্যক চার লাখ ৫৪ হাজার ৬৬২ অবৈধ অভিবাসী বা অভিবাসনপ্রত্যাশীকে আটক করে তুরস্ক। এদের মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময়ই প্রায় ৬০ হাজার মানুষকে আটক করা হয়।

সূত্র: আনাদোলু

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন