শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অপহরণ ঘটনায় নারী আইনজীবী আটক

ঘটনাস্থল কিশোরগঞ্জ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

কিশোরগঞ্জে এক পুরুষ আইনজীবীকে অপহরণের অভিযোগে শিক্ষানবীশ মহিলা আইনজীবীকে আটক করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার রাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলামের খাস কামলায় মামলার নথি পাঠানো হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠনোর নির্দেশ প্রদান করেন। এর আগে মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল তাকে অপহরণের অভিযোগ এনে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আফরোজা জামান রুনা ছাড়া বাকি তিন আসামী হচ্ছেন তার বড় ভাই মো. রানা, প্রতিবেশী মো. সাফায়েত ও ইসফাম।
অ্যাডভোকেট মোস্তফা আলম হিমেল অভিযোগ করেন, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কর্মস্থলে আসার সময় জেলা জজ আদালতের মূল ফটকের সামনে থেকে আসামিরা তার পথ রোধ করে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে উঠিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। পরে তাকে গাইটাল শ্রীনগর এলাকায় আফরোজা জামান রুনার বাসায় নিয়ে আটকে রাখে। খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘন্টাখানেক পর আফরোজা জামান রুনার বাসা থেকে মোস্তফা আলম হিমেলকে উদ্ধার করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন