শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় ইরানের বিশাল মহড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩১ পিএম

পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল নৌ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হবে।

ইরান যে এলাকায় নৌ মহড়া শুরু করেছে সেটি হচ্ছে পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ প্রবেশের একমাত্র পথ। এই পথ দিয়ে জ্বালানি তেলের একটা বিরাট অংশ বিশ্বের বিভিন্ন দেশে যায়।

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই নৌরুটের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে ইরানি সামরিক বাহিনী জুলফিকার-৯৯ নামে এ মহড়া পরিচালনা করছে।

এর আগেও ইরান বহুবার পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের এই এলাকায় সামরিক মহড়া চালিয়েছে। সেসব মহড়ায় নতুন নতুন নানা রকমের অস্ত্র ও সামরিক সরঞ্জামের পরীক্ষা চালানো হয়েছে। তবে এবার নতুন কোনো অস্ত্রের পরীক্ষা করা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।#

সূত্র: পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন