ইনকিলাব ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে গতকাল বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মিছিল, সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গোবিন্দগঞ্জে আলোচনাসভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : মাদরাসায় কোনো জঙ্গি তৈরি হয় না। এখানে প্রকৃত ইসলাম শিক্ষার মাধ্যমে আদর্শ মানুষ তৈরি করা হয়। একটি কুচক্রী মহল মানবতাবিরোধী জঙ্গিগোষ্ঠীর সাথে মাদরাসা শিক্ষাকে একাকার করে যেসব বক্তব্য রাখছেন, তা সম্পূর্ণ ভুল।
কারণ ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। বাংলাদেশ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ গতকাল সোমবার মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসার আয়োজনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মাদ্রাসা শিক্ষকদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেনÑজমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব মাওলানা সাব্বির আহমাদ মোমতাজি। তিনি বলেন, শুধু জঙ্গিবাদ নয়, শিক্ষাঙ্গণে সন্ত্রাস ও নকল প্রবণতাও আমাদের জাতীয় শত্রæ। এখান থেকেও আমাদের মুক্তি পেতে হবে। মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি ও মহিমাগঞ্জ আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা এবাদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক ড. মুহাম্মদ ইলিয়াস সিদ্দিকী।
গাইবান্ধা জেলার সকল ফাজিল মাদরাসার অধ্যক্ষসহ সকল শিক্ষকদের নিয়ে জঙ্গিবাদ বিরোধী এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জের চাঁপড়ীগঞ্জ মাদরাসার অধ্যক্ষ আবু তালেব মÐল, শিবপুর মাদরাসার অধ্যক্ষ আতাউর রহমান, আলহাজ্ব আছাব আলী মাদরাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ছোটনারিচাগাড়ী মাদরাসার অধ্যক্ষ আব্দুন নূর, কাঁঠালবাড়ী মাদরাসার অধ্যক্ষ আব্দুল ওহাব, গাাইবান্ধা সদরের সিদ্দিকীয়া মাদরাসার অধ্যক্ষ শরীফ মো. আবু ইউসুফ, কামারজানী বণিক মাদরাসার অধ্যক্ষ শাহ হোসাইন আহম্মেদ, বোয়ালী মাদরাসার অধ্যক্ষ হারুনুর রশীদ, সাদুল্লাপুরের নিয়ামতনগর মাদরাসার অধ্যক্ষ আব্দুস সামাদ মিয়া, পলাশবাড়ীর মেরিররহাট মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম, মাঠেরবাজার মাদরাসার অধ্যক্ষ সাইদুর রহমান সরকার, পশ্চিম মির্জাপুর মাদরাসার অধ্যক্ষ আ.ন.ম জাহিদুর রহমান, পলাশবাড়ী মহিলা মাদরাসার অধ্যক্ষ আ. হালিম সরকার, সাঘাটার ছিলমানেরপাড়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম প্রমুখ।
চট্টগ্রামে সমাবেশ
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে গতকাল হাটহাজারী সদরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষক-ছাত্র ও অভিভাবকসহ এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে শামিল হন। সমাবেশে সভাপতিত্ব করেন ছিপাতলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন। বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ তৈয়ব আলী, উপাধ্যক্ষ আল্লামা মোহাম্মদ আব্দুল অদুদ আল-কাদেরী, উপাধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জসিম উদ্দীন আল কাদেরী, অধ্যক্ষ আল্লামা আবুল ফছিহ মোহাম্মদ আলাউদ্দীন, অধ্যক্ষ আল্লামা লোকমান চিশতী, সুপার আল্লামা রফিক উদ্দীন, আল্লামা মোহাম্মদ শফিউল আলম আজিজি, আল্লামা মোহাম্মদ আবদুন নবী, আল্লামা কামাল উদ্দীন, অধ্যাপক মাহফুজুল হক, অধ্যাপক আলী আজগর, এম এম মহিউদ্দীন প্রমুখ।
অধ্যক্ষ আল্লামা ফরিদ উদ্দীন বলেন, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। যারা ইসলামের নামে সন্ত্রাস ও বিশৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। অধ্যক্ষ তৈয়ব আলী তার বক্তব্যে সন্ত্রাস দমনে সরকারকে আরও কঠোর হওয়ার আহŸান জানিয়ে বলেন, জমিয়াতুল মোদার্রেছীন সর্বদা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা ফেরদৌসুল আলম, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা বেলাল উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ রোকন উদ্দীন, অধ্যাপক শামিমা আক্তার, অধ্যাপক কুলসুমা খাতুন।
নোয়াখালীতে মানববন্ধন
নোয়াখালী ব্যুরো : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে গতকাল সেনবাগ উপজেলা চত্বরে এক বিরাট মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। জমিয়াতের উপজেলা সভাপতি ও সেনবাগ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন ও পথসভার প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোরশেদ আলম। বিশেষ অতিথির ছিলেন জেলা জমিয়াতের জেলা সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা ওহিদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন চৌধুরী।
বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা এ এ এম মফিজুল হক, অধ্যক্ষ মাওলানা গোলাম আজম, অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা এবি সহিদ উল্লা, অধ্যক্ষ বদরুদ্দীন, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মোস্তফা, মাওলানা আজমেদ মোস্তফা প্রমুখ। পথ সভায় বক্তারা উল্লেখ করেন যে, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্য সৃষ্টিকারী গোষ্ঠী ইসলামের চরম শত্রæ। জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি তৎসহ দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান।
এছাড়া বেগমগঞ্জের কুতুবপুর ইসলামিয়া আলিম মাদরাসার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদরাসা গভনিং বডি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। পরে পথ সভায় বক্তব্য রাখেন গভনিং বডির সভাপতি এডভোকেট আক্তারুজ্জান আনছারী, মাদরাসার অধ্যক্ষ মীর মোশারফ মো. মোস্তফা, অভিভাবক সদস্য ডা. নুর উল্লা ও বিশিষ্ট সমাজসেবক মো. সাখাওয়াত উল্লা প্রমুখ। সভায় বক্তারা উল্লেখ করেন যে, পবিত্র ইসলাম ধর্মে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই।
বিশ্বনাথে মানববন্ধন
বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা : সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সিলেটের বিশ্বনাথে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মুখলিছুর রহমানের সভাপতিতে গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর এ মানববন্ধন পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা অধ্যক্ষ মুফতি একে এম মনোওর আলী।
সাধারণ সম্পাদক আব্দুল বাছিত এর পরিচালনায় এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা আবদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, দারুল উলুম আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নু’মান আহমদ, মাওলানা নাজমুল ইসলাম, নাজমুল ইসলাম মকবুল, মাওলানা আলী হায়দর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মধু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জমিয়াতুল মোদার্রেছীন নেতা মাওলানা আবদুল মালিক, মাওলানা আবদুল মুমিন, মাওলানা আকমল হোসেন শাকুর, মাওলানা আবদুল মানিক, মাওলানা মঞ্জুর আহমদ, জেলা তালামীয নেতা আলী আনহার শাহান, কাওছার আহমদ, আলমগীর হোসেন, শাহীন আলম, মধু মিয়া, মাহমুদুল হাসান মারুফ প্রমুখ।
দাউদকান্দিতে মানববন্ধন
দাউদকান্দি উপজেলা (কুমিল্লা) সংবাদদাতা : গতকাল দুপুরে জমিয়াতুল মোদার্রেছীন দাউদকান্দি উপজেলা শাখার উদ্দোগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্বে দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা সংলগ্ন জঙ্গিবাদ সন্ত্রাস, নাশকতা বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, জমিয়াতুল মোদার্রেছীন দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, অধ্যক্ষ মো. হারুনুর রশিদ, অধ্যক্ষ মো. মজিবুর রহমান, অধ্যক্ষ মো. আ.ন.ম আবদুল্লাহ, অধ্যক্ষ মো. আবদুল আউয়াল প্রমুখ।
বগুড়ায় মতবিনিময় সভা
বগুড়া অফিস : বগুড়ায় সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা ও মাদকাসক্তি রোধে মাদ্রাসা প্রধানদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ বলেছেন, জ্ঞান ও গুণের কারণেই মানুষ মানুষ হয়।
তিনি বলেন, একজন মানুষ কখনই আরেকজন মানুষের জন্য হুমকি হতে পারে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা.) আমাদের একে অপরকে সম্মান করতে ভালোবাসতে শিখিয়েছেন।
গতকাল বগুড়ার ঠন্ঠনিয়া নূরুন আলা নূর ফাযিল মাদ্রাসা মিলনায়তনে বগুড়া জেলা জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাও. শাব্বির আহম্মদ মোমতাজী বলেন, আমরা অরাজনৈতিক, জঙ্গিবাদবিরোধী, তাই যে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকেই ঐক্যবদ্ধভাবে আমরা জঙ্গি সন্ত্রাসী ও মাদকাসক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
মাও. আ ব ম তোফায়েল হোসেন খানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুরের ধাপ সাতগড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. হাদীউজ্জামান, জমিয়াতুল মোদার্রেছীন বগুড়া জেলা শাখার মহাসচিব মাও. আব্দুল হাই বারী, শেরপুর শহীদীয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. হাফিজুর রহমান, জোড়া নজমুল উলুম কামিল মাদরাসার শাজাহানপুরের অধ্যক্ষ মাও. শাহীদুল ইসলাম প্রমুখ।
চৌদ্দগ্রামে জঙ্গিবিরোধী সমাবেশ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে গতকাল দুপুরে জঙ্গিবিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। কাশিনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গোলামুর রহমান, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুর রহমান, এসিল্যান্ড জাহিদুল ইসলাম, কাশিনগর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ও জমিয়াতুল মোদার্রেছীন নেতা মাওলানা আয়াতুল্লাহ নুরী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন