শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে চসিকের ২ দিনব্যাপী কর্মসূচি

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টায় নগরীর গুরুত্বপূর্ণ সকল সড়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানব প্রাচীর কর্মসূচি পালন, দুপুরে সিটি কর্পোরেশনের নগর ভবনে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, এতিম সমাবেশ, আলোচনা সভা, তবারক বিতরণ, ভোরে চসিক পরিচালিত প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়সহ সকল প্রতিষ্ঠানে জাতীয় ও সিটি কর্পোরেশনের পতাকা অর্ধ-নমিতকরণ, কালো ব্যাচ ধারণ, সকাল সাড়ে ৮টায় নগর ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ফোরকানিয়া মাদ্রাসাসমূহে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত। ১৬ আগস্ট চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্ব-স্ব প্রতিষ্ঠানের উদ্যোগে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ মিলাদ মাহফিল এবং আলোচনা সভা অন্তর্ভুক্ত রয়েছে। গতকাল (সোমবার) কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে নগরীর ৪১ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সিটি মেয়রের এক মতবিনিময় সভায় এসকল কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্যানেল মেয়র-২ মিসেস জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, তারেক সোলায়মান সেলিম, মো. গিয়াস উদ্দিন প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন