লক্ষ্মীপুরের কমলনগরে ধর্ষণের অভিযোগের মামলায় থানা হেফাজতে মৃত সন্তান প্রসব করেছে এক নারী (১৩)। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে মহিলা পুলিশের উপস্থিতিতে একটি মৃত ছেলে সন্তান প্রসব করে এ ভুক্তভোগী নারী। এরআগে গত বুধবার দুপুরে ভিকটিমের মা আলেয়া বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা করে। পরে পুলিশ আবুল কালাম (৬০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ থেকে ৮ মাস আগে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইসলামের মেয়ে নাসিমা আক্তারকে বিভিন্ন সময়ে ওই এলাকার আবুল কালামসহ এলাকার কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। এর কিছুদিন পর তার পরিবার নাসিমার গর্ভধারণের বিষয়ে নিশ্চিত হন। গত বুধবার তার পরিবার ঘটনাটি পুলিশকে জানালে একটি মামলা রেকর্ড করে ভুক্তভোগী নাসিমাকে থানা হেফাজতে রাখেন। ওই দিনই পুলিশ আবুল কালামকে তার বাড়ি হতে গ্রেফতার করে।
কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার জানান, মৃত বাচ্চাটির ডিএনএ টেষ্টের নমুনা সংগ্রহ করার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন