আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে অবস্থিত একটি সোনার খনি ধসে অন্তত ৫০ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়া খনির ভেতরে এখনো অনেক শ্রমিক আটকা পড়ে থাকায় প্রাণহানির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষের।
কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টার দিকে ‘ডেট্রয়েট’ খনি এলাকায় এ ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দুর্ঘটনার পর ধসে পড়া খনিটির সুড়ঙ্গের প্রবেশমুখে কয়েকশ মানুষকে দেখা গেছে; শোনা গেছে অনেকের কান্না ও বিলাপ।
কঙ্গোর বিভিন্ন অননুমোদিত সোনার খনিতে প্রায় দুর্ঘটনার খবর শোনা যায়। গত বছরের অক্টোবরেও দেশটির অব্যবহৃত একটি সোনার খনিতে ভূমিধসের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। ২০১৯ সালের জুনে একটি তামা ও কোবাল্টের খনিতে ধসের ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৩ জনের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন