জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট কঙ্গোয় পৌঁছেছে। নারী পুলিশের ১৮০ সদস্য বাংলাদেশ সময় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে কঙ্গো পৌঁছান। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।
এতে বলা হয়, শুক্রবার কঙ্গো পৌঁছে দেশটির বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা মিশন এলাকায় যান এবং মিশনের দায়িত্বভার গ্রহণ করে। নারী সদস্যদের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার মেরিনা আক্তার ।
২০১১ সাল থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ফিমেল ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) পাঠাচ্ছে বাংলাদেশ পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন