মহেশখালীতে স্পিটবোট ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। তার নাম মাসুদুর রহমান। তিনি নাইক্ষ্যংছড়ি ১১, বিজিবি’র রেশন ঠিকাদার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্পিডবোটে ৪ জন যাত্রী ছিলেন। স্পিডবোটটি ডুবার পর ২ যাত্রী সাঁতরিয়ে কূলে উঠে।
অন্য ২ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ইয়াসিন নামক অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি মহেশখালী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানিয়েছেন।
মন্তব্য করুন