শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেগা প্রকল্প কাজ শেষ ৫০ শতাংশ

চট্টগ্রামে পানিবদ্ধতা নিরসন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

মহানগরীর পানিবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ এই তথ্য জানিয়ে বলেন, যার কারণে এবারের বর্ষায় আগের মতো পানিবদ্ধতা হয়নি। প্রকল্পের কাজ শেষ হলে নগরবাসির দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। গতকাল শনিবার সিডিএ মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি। এসময় তিনি সিডিএর গৃহিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, ৫ হাজার ৬১৬ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার এই মেগা প্রকল্পটি সিডিএর তত্ত্বাবধানে সেনাবাহিনী বাস্তবায়ন করছে। প্রকল্পকাজে নিয়োজিত সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ডিজি কর্নেল সায়েম বলেন, এই প্রকল্পের কাজ করতে গিয়ে বিভিন্ন অবৈধভাবে গড়ে ওঠা তিন হাজার ১৫৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে বহুতল ভবন মার্কেট বেসরকারি বিশ্ববিদ্যালয়ও রয়েছে। মতবিনিময় অনুষ্ঠানে সিডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন