নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে জহিরুল ইসলাম রেজোয়ান (৩০) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের সাইফুল শেখের ছেলে এবং দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার দিঘলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৫ জনকে আটক করেছে।
এলাকাবাসী ও নিহতের ভাই রানা শেখ জানান, আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে কুমড়ী গ্রামের প্রতিপক্ষ বদিয়ার খানের ছেলে সোহেল খানসহ ৭/৮ জন দুর্বৃত্তরা শুক্রবার রাত ৮টার সময় মোটরসাইকেলে এসে দিঘলিয়া বাজারের পাশে রেজায়ানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
শনিবার নিহতের লাশের ময়নাতদন্ত শেষে বিকালে জানাজার পর পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
এ দিকে রেজোয়ান হত্যার প্রতিবাদ ও খুনীদের আটকের দাবীতে উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগ শনিবার দুপুরে দিঘলিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আব্দুর রহিম সুজন, ছাত্রলীগ নেতা তাজমুল ইসলাম, হোসেন শেখ, শেখ শাহিন প্রমুখ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো নিহতের পরিবার কোন মামলা দাখিল করেনি। অভিযুক্ত সোহেল খানের নামে লোহাগড়া থানায় হত্যা, চুরি, ডাকাতি, অস্ত্রআইনসহ একাধিক মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন