শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার

রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ২:৪৯ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত ১২টার দিকে সদর ইউনিয়নের নতুনবন্দর এলাকায় রৌমারী-স্থলবন্দর সড়কের ১ নম্বর ব্রীজের পাশে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়। 

এ প্রসঙ্গে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, ঐ সড়কে টহলরত পুলিশের দল একটি পোটলার মধ্য থেকে দুই রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করে। এ ব্যাপারে উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বাদি হয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন।
এদিকে ১ নম্বর ব্রীজের পূর্বপাড়ের এলাকায় পরিত্যক্ত অবস্থায় গুলিসহ পিস্তল উদ্ধার হওয়ায় ঐ এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশের টহল দল না থাকলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো এমন আশঙ্কা করছেন তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন