নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্যাটারি চালিত অটোরিকশা চালককে হত্যা করেছে যাত্রীবেশে ছিনতাইকারীরা। এ ঘটনায় ৩জনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম বেলাল হোসেন (৩০)। ঘটনাটি ঘটেছে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার বক্তবলী নদীরঘাটে। নিহত অটোরিকশার চালক বেলাল রংপুর জেলার কাদিরাবাদ গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে। তিনি ফতুল্লার মুসলিমনগর এলাকার হালিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে রোববার রাত সাড়ে ১০টায় যাত্রী বেশে দুর্বৃত্তরা এক অটো রিকশা ৯০ টাকায় ভাড়া করে ফতুল্লার বক্তাবলি ঘাটে নিয়ে যায়। সেখানে নেয়ার পর অটো রিকশা চালক বেলাল হোসেনকে ধারালো চাকু (সুইচ গিয়ার) দিয়ে গলায়, ঘাড়ে, হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত অবস্থায় বেলালকে উদ্ধার নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, ভোরে একদল ছিনতাইকারী বেলালকে ছুরিকাঘাতে আহত করে। এরপর তারা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় বেলালের এক বন্ধু দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে ছিনতাইকারীদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। নিহতের লুন্ঠিত অটোরিকশা, হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী আছিয়া (২১) মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন