বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

জিহ্বার রঙ ও রোগ

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সুস্থ শরীরে জিহ্বার রঙ হালকা গোলাপী হয়ে থাকে। যদি আপনার জিহ্বার রঙ স্বাভাবিক থাকে তার অর্থ হলো আপনার শরীরে বিশেষ কোনো রোগ নেই। পরিপাকতন্ত্রও ঠিকমতো কাজ করছে। শরীর খারাপ হলে চিকিৎসকরা রোগীর জিহ্বা একবার হলেও দেখে থাকেন। জিহ্বার রঙ ও আকার দেখে শারীরিক সমস্যার কথা জানার চেষ্টা করেন। কারণ জিহ্বা প্রধানত আমাদের পরিপাকতন্ত্রের খবর জানায়। কয়েক শতাব্দী পুরানো এই পন্থা আসলে চীনাদের চিকিৎসা পদ্ধতির অঙ্গ ছিল। শরীরের কোনো স্থানে সমস্যা আছে কিনা তা জানতে পারেন নিজের জিহ্বা দেখেই।
(ক) জিহ্বায় পাতলা সাদা আবরণ থাকলে বুঝতে হবে হজমে কোনো সমস্যা নেই। পরিপাকতন্ত্র ঠিকমতো কাজ করছে। (খ) মোটা সাদা আস্তরন : এটা শরীর খারাপের সংকেত। এটা হলে বুঝবেন ভেতরে ভেতরে শরীর খারাপ হচ্ছে। শরীরের কোনো একটা অংশ ঠিকমতো কাজ করছে না। (গ) উপরিভাগে লাল চাকা চাকা চামড়া উঠে যাওয়া : এর অর্থ শরীরে এনার্জি বলতে কিছুই অবশিষ্ট নেই। আবার কোনো এলার্জির কারণেও এমনটা হতে পারে। (ঘ) জিহ্বা ফ্যাকাশে হলে বুঝতে হবে হজম ঠিকমতো হচ্ছে না। ভেতরে ভেতরে ঠা-া লেগে রয়েছে। এর সঙ্গে যদি জিহ্বা বারবার শুকিয়ে যায় তাহলে রক্তস্বল্পতার লক্ষণ হতে পারে। (ঙ) জিহ্বা উজ্জল লাল রঙ হলে বুঝবেন শরীরের কোথাও ইনফেকশন বা সংক্রমণ রয়েছে। প্রথমে জিহ্বার ডগায় লাল হয়ে পুরো জিহ্বায় বিস্তৃতি লাভ করে। (চ) জিহ্বার লাল রঙ : মশলাযুক্ত খাবার বেশি খেলে, প্রচুর ফ্যাট জাতীয় এবং এলকোহলের মাত্রা শরীরে বেশি হলে এমন রঙ হয়। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকলেও জিহ্বার রঙ এমন হতে পারে। (ছ) নীল রঙ : শরীরে অক্সিজেনের অভাব দেখা দিলে জিহ্বার রঙ পরিবর্তিত হয়ে নীল বর্ণ হতে পারে। ডাক্তারি ভাষায় যা সায়ানোসিস নামে পরিচিত। রক্তে সমস্যা এবং হৃদযন্ত্রের সমস্যার মতো রোগ থাকতে পারে। ফুসফুসের জটিলতার কারণেও এমন ঘটনা ঘটতে পারে। তবে অন্যান্য লক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কোনো সিদ্ধান্তে আসা ঠিক নয়। (জ) কালো রঙ : যদি কালো হঠাৎ কালো রঙ দেখেন তাহলে বুঝবেন এক সঙ্গে বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া জিহ্বায় জমা হয়েছে। এছাড়া কিছু ওষুধের পাশর্^প্রতিক্রিয়ার কারণেও জিহ্বার রঙ কালো হতে পারে। (ঝ) হলুদ রঙ : জিহ্বার রঙ হলুদ হলে বুঝতে হবে লিভারে বড় সমস্যা রয়েছে। সম্ভবত জন্ডিস হলেও হয়ে যেতে পারে। আবার জ¦র হলেও জিহ্বার রঙ মাঝে মাঝে এমন হয়। (ঞ) পার্পল রঙ : এর অর্থ শরীরে ভিটামিনের ভীষণ ঘাটতি রয়েছে। মনে রাখতে হবে শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো জিহ্বা। তবে আমরা জিহ্বার কোনো যতœ নেই না। প্রতিদিন জিহ্বা পরিষ্কার রাখলে অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। দাঁত ব্রাশ করার সময় জিহ্বা ও মাড়ি পরিষ্কার করতে হবে। তবে একটি কথা সবার মনে রাখতে হবে যে, জিহ্বা নিজে নিজে দেখতে পারেন ঠিকই কিন্তু জিহ্বা দেখে কোনো সিদ্ধান্তে না আসাই ভাল। কারণ জিহ্বা পরীক্ষা করার কিছু নিয়ম রয়েছে যা কেবল অভিজ্ঞ মুখের ডাক্তারই করতে পারেন।
ষ ডাঃ মোঃ ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইল : ০১৮১৭-৫২১৮৯৭
ফৎ.ভধৎঁয়ঁ@মসধরষ.পড়স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (11)
Tridev ১৩ জুলাই, ২০১৭, ৭:৫৫ এএম says : 0
আমার জিব্বায় সাদা সাদা ফাটল এবং গোল করে লাল লাল কী রোগ হতে পারে দয়া করে জানাবেন?
Total Reply(0)
MOHAMMAD RAKIBUZZAMAN ১২ মার্চ, ২০১৮, ৫:০৪ পিএম says : 0
আমার জিহ্বা হলুদ হয়ে গেছে এর করনীয় কি
Total Reply(0)
মো: কানন মিয়াজী ৬ জুন, ২০১৮, ২:১১ পিএম says : 0
আমার জিহ্বা টুকু আজ কয়েক মাস ধরে শুকিয়ে শুকিয়ে আসে। জিহ্বার গুরালিতে ছএানু গুল গুল গুটার মতেো দেখা যাচ্ছে।জিহ্বার বর্তমান রং হালকা হলদে। আমার এখন করনীয় কি দয়া করে জানাবেন।
Total Reply(0)
মামুন ২৪ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৩৭ পিএম says : 0
সকালে ঘুম থেকে উঠার পরে জিব্বার নিচের অংশ কালো থাকে দুই তিন ঘন্টা পর আর থাকেনা এটা কি কোন সমস্যা দোয়া করে জানাবেন
Total Reply(0)
রাজ ১৯ ডিসেম্বর, ২০১৮, ৬:৪৮ এএম says : 0
এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
Total Reply(0)
মামুন ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২৬ এএম says : 0
আমার জিবহার মাথায় লাল গোটা গোটা হওয়ার কারন কি?
Total Reply(0)
মামুন ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২৬ এএম says : 0
আমার জিবহার মাথায় লাল গোটা গোটা হওয়ার কারন কি?
Total Reply(0)
মামুন ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ১০:২৭ এএম says : 0
আমার জিবহার মাথায় লাল গোটা গোটা হওয়ার কারন কি?
Total Reply(0)
Akhter Hossain ১৪ ডিসেম্বর, ২০২০, ৮:৩৯ পিএম says : 0
আমার জিব্বার এক চাইডে চোট চোট বিচি উঠছে, এবং সিন সিন করে জালা করে অনেক ডাক্তার দেখিয়েচি,কানে তবদা লেগে থাকে মাঝে মাঝে ব্যথা করে বাম চাইডে,জিব্বা শাদা পেকাশে হোয়ে আছে, ENT,medicine, dentist, দেখিয়েছিলাম কোনো পরিবর্তন হয়নি, কোথায় গেলে আমি ভালো চিকিৎসা পাব,
Total Reply(0)
জুমান ১৫ সেপ্টেম্বর, ২০২১, ৮:৩৪ এএম says : 0
আমার জ্বিব্বার মাথায় লাল লাল গোটা উঠছে।আমি কি মেডিসিন নিতে পারি।
Total Reply(0)
ফয়সাল ২০ জানুয়ারি, ২০২২, ৭:০৩ পিএম says : 0
আমার আজকে পায় ২০ দিন জিবে জালা পোড়া আর জিব সাদা কি করবো
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন