শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শাস্তি করোনায় মৃতদের কবর খোঁড়া!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫০ এএম

যতই বলা হউক তবুও কিছু মানুষ আইন মানেন না। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বব্যাপী মাস্ক পড়া জন্য বাধ্যতামূলক নির্দেশ জারি করা হয়েছে। এবার এ বিধিনিষেধ না মানলে ইন্দোনেশিয়ায় দেয়া হচ্ছে অদ্ভুত এক শাস্তি।

মাস্ক না পরায় শাস্তি হিসেবে করোনায় মৃতদের কবর খুঁড়তে দেয়া হয়েছে কয়েকজন ব্যক্তিকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর দিয়েছে।

জানা যায়, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পূর্বে গ্রেসিক অঞ্চলে মাস্ক না পরার জন্য আটজন ব্যক্তিকে কবর খোঁড়ার শাস্তি দেওয়া হয়। তবে শাস্তিপ্রাপ্তরা মৃতদের শেষকৃত্যে অংশ নেয়নি ।

এনগাবেতান গ্রামে কবরস্থানে একটি কবর খুঁড়তে কাজে লাগানো হয় শাস্তিপ্রাপ্ত দুই ব্যক্তিকে। সেই সময় কবর খননকারীর লোকের অভাব থাকায় এমন আইন অমান্যকারীদের এ কাজে লাগানো হয় বলে জানান এক কর্মকর্তা।

কর্তৃপক্ষ মনে করছে, এই ধরনের শাস্তি মাস্ক না পরা ব্যক্তিদের মধ্যে ভয় তৈরি করবে। তাতে তারা মাস্ক পরতে পারেন।

ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত দুই লাখ ২১ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৮৪১ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন