বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) চার দিনব্যাপী সম্মেলন শুর হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১১টায় দিকে ঢাকায় বিজিবির সদর দপ্তরে মহাপরিচালক পর্যায়ের এ সম্মেলন শুরু হয়েছে।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল সীমান্ত সম্মেলনে বাংলাদেশের হয়ে অংশ নেবে।
অন্যদিকে বিএসএফের মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করেছে। আগামী ১৯শে সেপ্টেম্বর সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন