কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে গত বুধবার উপজেলা বারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সমুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দাউদকান্দির জনসাধারণের জন্য সেবক হিসেবে কাজ করে মানুষের পাশে থাকতে চাই। বিগত দিনে দাউদকান্দিবাসীর প্রচুর ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসা পুজি করেই নির্বাচনের মাঠে নেমেছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম নয়নের সভাপতিত্বে বক্তব্যে রাখেন আওয়ামীলীগ নেতা এ্যাড. লিল মিয়া চৌধুরী, ছালাম চেয়ারম্যান, সাংবাদিক হাবিবুর রহমান, বাসুদেব ঘোষ, প্যানেল মেয়র রকিব উদ্দিন, হেলাল মাহমুদ, জেবুন নেছা প্রমুখ। সভায় দাউদকান্দির বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে হাজার হাজার নেতাকর্মী সমর্থক যোগদান করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন