শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এনসিসি ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান পুনঃনির্বাচিত

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

এনসিসি ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো .আমিরুল ইসলাম এফসিএস, এফসিএ, অডিট কমিটির চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত হয়েছেন। মো. আমিরুল ইসলাম ১৯৫৪ সালে বরিশাল জেলার উজিরপুর থানার বাগেরহাটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) ও এম.কম. ডিগ্রী লাভ করেন। এ ছাড়াও তিনি একজন চার্টার্ড একাউন্টেন্ট এবং চার্টার্ড সেক্রেটারী। তিনি প্রায় ২৯ বছর বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা/বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ এ জেনারেল ম্যানেজার-অর্থ ও হিসাব, জেনারেল ম্যানেজার-প্রশাসন ও সিনিয়র কনসালট্যান্ট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সময়ে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। জনাব ইসলাম বর্তমানে ঢাকা ডায়িং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিঃ ও হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস লিঃ এর পর্ষদ সদস্য সমন্বয় গঠিত অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি আরামিট সিমেন্ট লিঃ এবং বিডি ওয়েল্ডিং এন্ড ইলেক্ট্রোডস কোম্পানী লিঃ এর অডিট কমিটির চেয়ারম্যান-সহ বিভিন্ন কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। তিনি বর্তমানে কে এম হাসান এন্ড কোম্পানী চার্টার্ড একাউন্ট্যান্টস এর একজন সিনিয়র পার্টনার। এছাড়া তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার। - প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন