শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ড. রাজ্জাকের ‘এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড’ লাভ

প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : শিক্ষা ক্ষেত্রে ব্যতিক্রমী অবদান রাখার জন্য ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটি, ঢাকা-এর প্রেসিডেন্ট ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক ‘এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পদে ভূষিত হয়েছেন। ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস’, সিএমও এশিয়া উইথ সিএমও কাউন্সিল-এর এশিয়া’স এডুকেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড, সিঙ্গাপুর তাকে এ পুরস্কারটি প্রদান করে। প্রাতিষ্ঠানিক শিক্ষার উন্নয়নে ড. রাজ্জাকের সৃজনশীল প্রতিভা, যোগ্য নেতৃত্ব এবং বিরল দৃষ্টান্ত স্থাপনের বিষয়গুলি বিবেচনায় এনে জুরি বোর্ড তাকে এ সম্মানসূচক পদকে ভূষিত করে।
গত ৫ আগস্ট সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক মেরিনা স্কয়ার হোটেলে এ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. সুলতান মুহাম্মদ রাজ্জাক ব্যক্তিগতভাবে এ পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে পদক গ্রহণ করেন। এ অনুষ্ঠানে এশিয়ার বিভিন্ন দেশসমূহের বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট ও ভিসিবর্গ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন