শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধে হঠাৎ ভাঙন : হাজার হাজার জনতার প্রতিরোধ চেষ্টা

স্টাফ রিপোর্টার, চাঁদপুর | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৮ পিএম

দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প চাঁদপুরের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে হঠাৎ ভাঙ্গন দেখা দিয়েছে। আতঙ্কিত হাজার হাজার জনতা রাতের অন্ধকারে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে।
মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে ভাঙন শুরু হয় শুক্রবার দিবাগত রাতে।

হঠাৎ মেঘনার ভাঙনে ওই এলাকার হাজার হাজার মানুষ চরম আতঙ্কে রয়েছে । তবে এখন পর্যন্ত বাঁধের ভেতরে পানি প্রবেশ করেনি । বাঁধ রক্ষায় হাজার হাজার আবাল-বৃদ্ধ-বনিতা বাঁশ, গাছ, ডালপালা বালির বস্তা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছেন।

স্থানীয়রা জানান, রাতের কোন এক সময়ে বেড়ি বাঁধের একাংশ ভাঙ্গন দেখে যায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানায় । খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার শুক্রবার রাতে সাংবাদিকদের জানান, মতলব উত্তর জনতা বাজার এলাকায় ১৫০মিটারে মেঘনার ভাঙ্গন দেখা দিয়েছে । এতে ঝুঁকিতে রয়েছে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন