শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রোববার থেকে হাটহাজারী মাদরাসায় ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১০:০৯ পিএম

শিক্ষা মন্ত্রণালয় থেকে বন্ধের সিদ্ধান্ত দিলেও শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম
মুঈনুল ইসলাম, হাটহাজারী মাদরাসা কর্তৃপক্ষ। সেইসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়কে তাদের আদেশ প্রত্যাহারেরও অনুরোধ জানিয়েছে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের করোনাকালীন সকল শর্ত মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে রোববার থেকে মাদরাসায় শিক্ষা কার্যক্রম চলবে। শুরা কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ করোনাকালীন শর্ত ভঙ্গের অজুহাত দেখিয়ে শুধুমাত্র দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসা বন্ধের যে সিদ্ধান্ত দিয়েছে, তাতে হাজার হাজার ছাত্রের ভবিষ্যত অন্ধকার হয়ে পড়বে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিসত্ত্বর এই ঘোষণা প্রত্যাহার করা হোক।
এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক আদেশে এই মাদরাসা বন্ধের কথা বলা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন