শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চরফ্যাশনে হঠাৎ টর্নেডোর আঘাত

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

আকষ্মিক টর্নেডোর আঘাতে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে প্রায় ৫০টি বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি পরিবার এখন খোলা আকাশের নিচে। জানা গেছে, গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হঠাৎ টর্নেডো আঘাত হানে। এসময় আসবাবপত্র ও দুইটি অটো রিকশাসহ ৩৫টি বসতঘর ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে যায় এবং ২০টি বসতঘর আংশিক ভেঙে যায়।
এছাড়াও বেতুয়া সড়কে গাছ ভেঙে সড়ক বন্ধ হয়ে গেলে স্থানীয়রা গাছ কেটে সড়ক পরিস্কার করে। তবে ঘর চাপা পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সামান্য আহত হলেও গুরুতর আহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা টর্নেডোর আঘাতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাস্টার জানান, স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন