বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উত্তাল সাগরে ক্লিংকারবাহী জাহাজ ডুবি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ৫:২৬ পিএম

ভাসান চরের অদূরে বঙ্গোপসাগরে সিমেন্ট ক্লিংকার বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। সোমবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ‘টিটু-১৯’ নামে জাহাজটি ২৫০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল। জাহাজটি আবুল খায়ের গ্রুপের। বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. সেলিম জানান, তলা ফেটে যাওয়ায় জাহাজে পানি ঢুকে একপর্যায়ে ডুবে যায়।

তিনি বলেন, বিরূপ আবহাওয়ার মধ্যে সাগর উত্তাল থাকায় ভাসান চরের তিন নটিক্যাল মাইল আগে সাগরে জাহাজটির তলা ফেটে যায়। এরপর ধীরে ধীরে পানি ঢুকে এটি ডুবে যায়। ওই জাহাজে থাকা ১৩ নাবিকের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে বলে জানান তিনি।

ক্লিংকারবোঝাই লাইটারেজ জাহাজটি ডুবে যাওয়ায় সাগরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না জানিয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তা বলেন, মালিকপক্ষকে বলা হয়েছে, যেন তারা জাহাজটি তোলার ব্যবস্থা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন