ভাসান চরের অদূরে বঙ্গোপসাগরে সিমেন্ট ক্লিংকার বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। সোমবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। ‘টিটু-১৯’ নামে জাহাজটি ২৫০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে মুন্সিগঞ্জ যাচ্ছিল। জাহাজটি আবুল খায়ের গ্রুপের। বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. সেলিম জানান, তলা ফেটে যাওয়ায় জাহাজে পানি ঢুকে একপর্যায়ে ডুবে যায়।
তিনি বলেন, বিরূপ আবহাওয়ার মধ্যে সাগর উত্তাল থাকায় ভাসান চরের তিন নটিক্যাল মাইল আগে সাগরে জাহাজটির তলা ফেটে যায়। এরপর ধীরে ধীরে পানি ঢুকে এটি ডুবে যায়। ওই জাহাজে থাকা ১৩ নাবিকের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে বলে জানান তিনি।
ক্লিংকারবোঝাই লাইটারেজ জাহাজটি ডুবে যাওয়ায় সাগরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না জানিয়ে বিআইডব্লিউটিএ কর্মকর্তা বলেন, মালিকপক্ষকে বলা হয়েছে, যেন তারা জাহাজটি তোলার ব্যবস্থা করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন