রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষ্যে এলজিইডি ভোলা কর্তৃক তথ্য সংরক্ষণ মোবাইল অ্যাপ-এর শুভ উদ্বোধন ও ওয়ার্কশপ

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২০, ৫:৩০ পিএম

মঙ্গলবার সকাল ১১ টায় এলজিইডি ভোলা এর সম্মেলন কক্ষ্যে মোবাইল অ্যাপলিকেশন এর শুভ উদ্বোধন করেন এলজিইডি ভোলা এর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক। নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাকের উদ্যোগে বাস্তবায়নকৃত এ মোবাইল অ্যাপলিকেশনটি মুলত সাপোর্টিং ফর রুরাল ব্রীজ প্রকল্প, জিওবি মেইনটেন্যান্স কার্যক্রমের ছবি সংরক্ষণ কাজের জন্য ব্যাবহার করা হবে। এ অ্যাপলিকেশনটি ছবি সংরক্ষণ কাজের জন্য করা হলেও পরবর্তীতে অন্যান্য প্রকল্প সমুহ ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সমুহ সংযোজনের সুযোগ রয়েছে।মূলত এলজিইডির উপজেলা প্রকৌশলীর দপ্তর হতে কাজ শুরুর পূর্বের,কাজ চলমান থাকা অবস্থায় এবং কাজ সমাপ্তির পরের ছবিও হালনাগাদ করা, সেই সাথে নির্বাহী প্রকৌশলীর দপ্তর হতেও তা মনিটরিং করা যাবে। এ অ্যাপলিকেশনের মাধ্যমে এলজিইডির অন্যান্য দপ্তর সমুহও প্রয়োজনে অনুরূপ মোবাইল অ্যাপলিকেশন সংযোজনের মাধ্যমে নির্মান কাজ মনিটরিং জোড়দার করা যাবে। এ উদ্বোধন ও ওয়ার্শপে যোগদান ও উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারী প্রকৌশলী দেওয়ান মোঃ আবদুস সবুর, ভোলা সদর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়,দৌলতখান উপজেলা প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম খান, বোরহাউদ্দিন উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন,তজুমুদ্দিন উপজেলা প্রকৌশলী মোঃ সাদ জগলুল ফারুক, লালমোহন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু,চরফ্যাশন উপজেলা প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, সহকারি প্রকৌশলী সুমন মুন্সী,উপ সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম,উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান,মোঃ াববুল হোসেন,মোহাম্দদ শামীম হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন