শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লিবিয়া সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

লিবিয়ার প্রধানমন্ত্রী ফাইয়াজ আল-সারাজ আগামী মাসে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেয়ার পরও দেশটির জাতীয় সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন সোমবার একথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক স¤প্রদায় স্বীকৃত লিবিয়ার জাতীয় সরকারকে সমর্থন দেয়া এবং গত বছর ত্রিপোলির সঙ্গে সই হওয়া নিরাপত্তা চুক্তিসহ সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি বহাল রাখবে আঙ্কারা। ইব্রাহিম কালিন বলেন, লিবিয়ার রাজনৈতিক ঘটনাপ্রবাহ এসব চুক্তির ওপর কোনো প্রভাব ফেলবে না কারণ এই সমস্ত সিদ্ধান্ত দুই দেশের সরকারের মধ্যে হয়েছে, কোন ব্যক্তির সঙ্গে নয়। লিবিয়ার ঘটনাবলী নিয়ে আলোচনা করার জন্য তুরস্কের সরকারি কর্মকর্তারা আগামী দিনগুলোতে ত্রিপোলি সফর করতে পারেন বলে তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র জানান। গত বৃহস্পতিবার ফাইয়াজ আল-সারাজ জানান, তিনি আগামী মাসের শেষ দিকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছেন। দেশটির দীর্ঘদিনের ঝুলে থাকা রাজনৈতিক সঙ্কট সমাধানের জন্য তিনি এ পরিকল্পনা নিয়েছেন বলে জানান। আনাদোলু,পার্সটুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন