শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বাড়তি যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। ফেরি স্বল্পতার কারণে এ বাড়তি যানবাহনের চাপ মোকাবেলায় হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ছোট বড় মাত্র ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফলে, আবার যানজট দেখা দিয়েছে এ দুটি ঘাটে। উভয়ঘাটে গতকাল ৬ শতাধিক ট্রাক ফেরি পারের অপেক্ষায় ছিল।
বিআইডবিøউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান জানান, এ রুটে চলাচলরত অধিকাংশ ফেরি পুরনো হওয়ার মাঝে মাঝে যান্ত্রিক ত্রæটি দেখা দেয়। ২টি রো-রো ফেরি ও ১টি ইউটিলিটি ফেরি গত সপ্তাহে ডকইয়ার্ডে মেরামতের জন্যে পাঠানো হয়েছে। ২টি ইউটিলিটি ফেরি স্থানীয় ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। ইতোমধ্যে ১টি রো-রো ফেরিবহরে যুক্ত হওয়ায় মোট ১৫টি ফেরি দিয়ে বিপুল সংখ্যক যানবাহন পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। ফলে মালবাহী ট্রাকগুলো অপেক্ষায় রাখতে হচ্ছে। উভয়ঘাটের সংশ্লিষ্টরা জানান, গতকাল বিকালে যাত্রীবাহী বাসের চাপ কমে গেলেও পাটুরিয়া প্রান্তে প্রায় পাঁচশত ট্রাক ও দৌলতদিয়া প্রান্তে প্রায় দেড়শ’ ট্রাক ফেরি পারের অপেক্ষায় ছিল। সব মিলিয়ে উভয় প্রান্তে প্রায় সাতশ’ যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। বিআইডবিøউটিএর অফিস সূত্রে জানা যায়, পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, পাটুরিয়া ঘাটের সম্মুখে ডুবোচরের পলি অপসারণে ড্রেজিং অব্যাহত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন