মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় অবরোধ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় টানা ১ ঘণ্টা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা অবস্থান করলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশের প্রায় ২০ কিলোমিটার যানজট তৈরি হয়। পরে জেলা পুলিশের হস্তক্ষেপে অবরোধ স্থগিত করেন তারা। এসময় মুফতি আলাউদ্দিন জিহাদীর অনুসারীরা ২৪ ঘণ্টার ভেতর জিহাদীর মুক্তি দাবি করেন এবং দাবি মানা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন