মাগুরার মহম্মদপুরে ছোট ভাইকে খুনের অভিযোগে বড় ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বনগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। গত বুধবার বিকালে ওই গ্রামের লিয়াকত মোল্যার প্রথম পক্ষের বড় ছেলে সাখাওয়াত মোল্যা (২০) মেঝ ছেলে আলমগীর মোল্যা (১৩) কে রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহত অবস্থায় প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাগুরা সদর হাসপাতাল, ফরিদপুর মেডিক্যাল ও ওই রাতেই ঢাকা মেডিক্যালে নেয়া হয়। গত বৃহস্পতিবার দুপুরে চিকিৎসারত অবস্থায় আলমগীর মারা যায়।
সাখাওয়াত পেশায় রাজমিস্ত্রী ও নিহত আলমগীর লাটা গাড়ি চালক ছিলো।
আটক সাখায়াত জানায়, বাবা-মা বাড়িতে না থাকায় ছোট ভাই আলমগীর ভাত রান্না করে। রান্না করা ভাতগুলো নরম ও তরকারিতে লবন বেশি হওয়ায় দু’জনের মধ্যে ঝগড়া শুরু হলে রড দিয়ে মাথায় আঘাত করি। এসময় আলমগীরের মাথা থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয় ও জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা উদ্ধার করে আলমগীরকে হাসপাতালে নিয়ে যান।
মহম্মদপুর ও শালিখা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকি শুভ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, এ ঘটনায় এখনো কোনও মামলা হয়নি। সাখাওয়াত মোল্যাকে গত বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন