শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ফের করোনা ইউনিটে চালু করেছে সিলেটের নর্থ ইস্ট হাসপাতাল

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৭:১০ পিএম | আপডেট : ৭:১১ পিএম, ২৬ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের বেসরকারি হাসপাতাল নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পুনরায় বাড়তে থাকায় করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (২৬ সেপ্টেম্বর) হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রতিদিন করোনা পজিটিভ রোগী বাড়ায় করোনা ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিতে হয়েছে পুনরায়। আজ শনিবার থেকে ফের করোনায় আক্রান্ত রোগীদের ভর্তি নিচ্ছি আমরা।’ এর আগে গত ২০ সেপ্টেম্বর (রোববার) থেকে বেসরকারি এই হাসপাতালটিতে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দেয়া বন্ধ করে দেওয়া হয়েছিল।
প্রসঙ্গত, এর আগে দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গত পহেলা জুন থেকে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া শুরু করে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। এখন পর্যন্ত সিলেটের বেসরকারি এ হাসপাতালে ১ হাজার ৪০ জন করোনা আক্রান্ত রোগীকে সেবা দেয় হাসপাতালটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন