উত্তর : স্বার্থ সংশ্লিষ্ট উপহার অনেকক্ষেত্রেই ঘুষের শামিল। কারণ, কোনো মাল গ্রাহকের পছন্দ না হলেও এসবের অধিক প্রশংসা, ক্ষেত্র বিশেষে প্রতারণা বা উপহারের কারণে নানা বাহানায় গ্রাহককে গছিয়ে দেওয়া ইত্যাদি বিষয় এখানে পাওয়া যায়। সুতরাং এসব উপহার জায়েজ হবে না। তবে, কোনোরূপ দুর্বলতা ছাড়া শুধুই অধিক বিক্রি প্রণোদনা হিসাবে কর্মীদের কিছু দেওয়া হলে তা জায়েজ হতে পারে। জায়েজ উপহার ইচ্ছা করেও নেওয়া যায়, ইচ্ছা ছাড়া বিতরণের সময় চলে এলেও তা গ্রহণ করা যায়। আপনার কোম্পানীর ম্যানেজমেন্ট ও কর্মীদের মধ্যে বিতরণকৃত উপহার কোন পর্যায়ের তা বুঝে আপনিই সিদ্ধান্ত নিন। এখানে গ্রাহকের কোনো ক্ষতি কিংবা প্রতারিত হওয়ার ব্যাপার থাকলে এসব উপহার বৈধ হবে না। এমন না হলে বৈধ হতে পারে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন