বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রূপগঞ্জে বিনোদন কেন্দ্রে ছিনতাইকারীর কবলে স্বামী-স্ত্রী

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বিনোদন কেন্দ্রে বেড়াতে এসে ছিনতাইকারীদের কবলে পড়েছেন স্বামী-স্ত্রী। শুধু তাই নয়, নববধূকে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলেও অভিযোগ রয়েছে। গতকাল বুধবার বিকেলে মুড়াপাড়া ইউনিয়নের রাসেল পার্কের সামনে ঘটে এ ছিনতাইয়ের ঘটনা।
রনি মিয়া জানান, তাদের বাড়ি উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে। বুধবার দুপুরে রবি মিয়া ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস মুড়াপাড়া এলাকার রাসেল পার্কে বেড়াতে আসেন। বেড়ানো শেষে বিকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ৪/৫ জন ছিনতাইকারী তাদের পথ গতিরোধ করে। পরে ২টি মোবাইল সেট ও সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা লুটে নেয়। প্রতিবাদ করায় তাদের দু’জনকে চড়-থাপ্পড় মারা হয়। এক পর্যায়ে প্রতিবাদ করতে গেলে জান্নাতুল ফেরদৌসকে শ্লীলতাহানির চেষ্টা চালায় ছিনতাইকারীরা। এর আগেও এখানে বেড়াতে আসা বেশ কয়েকজন যুবক-যুবতীকে ছিনতাইকারীর কবলে পড়তে হয়েছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনার সংবাদ পাইনি। যেহেতু জেনেছি রাসেল পার্কসহ বিনোদন কেন্দ্র এলাকাগুলোতে পুলিশ টহল বাড়িয়ে দেয়া হবে। এছাড়া এসব ছিনতাইকারীর চক্রের সদস্যদের গ্রেফতার করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন