শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জুয়া খেলার সময় আটক ৯

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ এএম

কুড়িগ্রামের উলিপুরে টিভিতে আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার সময় ৯ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পাতিলাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এক সপ্তাহের মধ্যে উপজেলায় আইপিএল জুয়া খেলার সময় ২৩ জনকে আটক করে পুলিশ। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর খেলা টিভিতে দেখার সময় কতিপয় লোক টাকার বিনিময় জুয়া খেলছিল। উক্ত সংবাদ পেয়ে পুলিশ দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর এলাকার একটি মুদির দোকানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলেও ৯ জনকে আটক করা হয়। এ সময় মুদি দোকান থেকে ১টি কালার টিভি, ৭টি মোবাইল সেট ও ১৯ হাজার ৭১০ টাকা জব্দ করেন পুলিশ।
আটককৃতরা হলেন, দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর এলাকার আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম, নেলু মামুদের ছেলে নুর ইসলাম, আব্দুল ছাত্তারের ছেলে দুলাল মিয়া, আবুল হোসেনের ছেলে লাভলু মিয়া, আব্দুল কাদেরের ছেলে মাহফুজার রহমান, নুরুজ্জামানের ছেলে মেসবাউল ইসলাম, আব্দুল মজিদের ছেলে আতিকুর রহমান, লাল মিয়ার ছেলে ইয়াছিন আলী ও আবু বক্কর সিদ্দিকের ছেলে রাশেদুল ইসলাম।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, আটককৃতদের গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন