শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আজ ৫০০ জনকে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৯ এএম

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স আজ সোমবার টোকেনধারী আরও ৫০০ জনকে টিকিট দিচ্ছে। যেসব প্রবাসী রিটার্ন টিকিট করে সৌদি আরব থেকে দেশে এসে করোনার কারণে আটকা পড়েন, তারাই এ টিকিট পাচ্ছেন।

এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, সোমবার ১৯০১ থেকে ২৩০০ পর্যন্ত টোকেনধারীকে ডাকা হয়েছে। এ ৫০০ জনই সোমবার টিকিট পাবেন। সকাল ১০টার দিকে সোমবারের টিকিট বিক্রি শুরু হয়েছে।

অন্য দিনের মতো সোমবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্স কার্যালয়ে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় হোটেল সোনারগাঁওয়ের কার্যালয়ে টিকিট বিক্রি শুরু করে সৌদি এয়ারলাইন্স।  

এছাড়া সড়কে সৌদি গমনেচ্ছু অসংখ্য প্রবাসী টিকিটের জন্য টোকেনের অপেক্ষা করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন