শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালীপাড়ায বাল্য বিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড কনসার্নের আইনি বাধ্যবাধকতা বিষয়ক ওয়ার্কশপ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ২:০৫ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায ওয়ার্ল্ড কনসার্নের উদ্যোগে দিন ব্যাপি বাল্য বিবাহ প্রতিরোধে আইনি বাধ্যবাধকতা বিষয়ক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার মনোহর মার্কেট ওয়ার্ল্ড কনসার্নের এরিয়া অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ ওয়ার্ল্ড কনসার্ন ব্রেকিং বেরিয়ার্স ফর চিলড্রেন ( বিবিসি-২)।

ওয়ার্কসপে উপজেলার কলাবাড়ি ও রাধাগঞ্জ ইউনিয়নের ২০ জন আইনজিবী,শিক্ষক,চিকিৎসক,ব্যবসায়ী,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সমাজ সেবক অংশ গ্রহন করে বক্তব্য প্রদান করেন।

ওয়ার্কসপে বক্তব্য রাখেন এ্যডভোকেট সেফার্ড বাড়ৈ,শিক্ষক শ্যামগোপাল বিশ্বাস,পল্লি চিকিৎসক দিলিপ কুমার বাইন,ইউপি সদস্য হরশিত বাড়ৈ,ব্যবসায়ী আসাদ শেখ ও সমাজ সেবক নুরুজ্জামান শেখ।

বক্তারা বাল্য বিবাহ বন্ধে অভিভাবকদের সচেতনতা ও বাল্য বিবাহ প্রতিরোধে আইনি সহয়তা নিয়ে আলোচনা করেন।

এসময় ওয়ার্ল্ড কনসার্ন এর এরিয়া ইনচার্জ জেমস হেবল বাড়ৈ,( বিবিসি ২) প্রোগ্রাম অফিসার পরাগ পান্ডে উপস্হিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন