শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

নগরীতে বিদেশি পিস্তলসহ এক শীর্ষ সন্ত্রাসী এবং তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মো. ওসমান মিয়া ওরফে ওসমান (২৯) ১০ মামলার আসামি। তার সহযোগী হলো মো. আরিফ (১৯)। গতকাল বুধবার ভোরে নগরীর আকবরশাহ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পু্লেিশর (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান জানান, কোতোয়ালী থানা এলাকার একটি ছিনতাই মামলায় তাদের গ্রেফতার করা হয়। ওসমান ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে। আকবরশাহ এলাকায় ছিনতাই, জমি দখলসহ নানা অপরাধের সঙ্গে জড়িত ওসমান।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গেও জড়িত ওসমান ও তার সহযোগীরা। ওসমানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ককটেল ও ১১টি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানান এসএম মেহেদী হাসান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন