স্টাফ রিপোর্টার : “সাত দিনের মধ্যে সকল কওমী মাদরাসা বন্ধ করে দেয়া হবে” সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ বিপু’র এ ধরনের হুমকি দেশে নতুন করে সঙ্কট সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে কওমী মাদরাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে। দেশের বৃহৎ জনগোষ্ঠী কওমী মাদরাসার ছাত্র, যাদের পেছনে সরকারের এক টাকাও খরচ নেই বরং কওমী ছাত্ররা দেশ, জাতি ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কওমী মাদরাসায় মানুষের বুনিয়াদী শিক্ষা দেয়া হয়, ফলে এখান থেকে কোনো সন্ত্রাস বা উগ্রপন্থী সৃষ্টি হয় না। যার প্রমাণ বর্তমান অব্যাহত সন্ত্রাসের দায়ে অভিযুক্ত সন্ত্রাসীরা কেউ কওমীপন্থী বা কওমী ছাত্র নয়। তারপরও সরকারের মন্ত্রীদের এমন বক্তব্য দেশে নতুন করে সঙ্কট সৃষ্টি করছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এ ধরনের কাÐজ্ঞানহীন বক্তব্য প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে হবে। অন্যথায় দেশের বৃহৎ অংশ কওমী শক্তি অস্তিত্ব রক্ষায় ময়দানে নেমে আসতে বাধ্য হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন