শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আগুনে বসতঘর ও দোকান পুড়ে ছাই

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ৮:৫৫ পিএম

ঝালকাঠি শহরের কলাবাগান এলাকায় গতকাল শুক্রবার সকাল ১০টায় অগ্নিকান্ডে চারটি বসতঘর ও একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা মো. সালাহউদ্দিন জানান, সকাল ১০ টায় কলাবাগান এলাকার সাহেব আলীর বসতঘরে বিদ্যুতের শর্টসার্কিটে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আল আমিন, নূরজাহান বেগম, আহলাদি বেগমের বসতঘর ও ইউনুস জোমাদ্দারের দোকানে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ পুড়ে যায় চারটি বসতঘর ও একটি দোকান।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও এনডিসি আহমেদ হাছান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন