শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কুয়েত গেলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১:২৪ পিএম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েতের উদ্দেশে রওনা হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েতের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে কুয়েতের নতুন আমির শেখ নাওয়াফ আল আহমদ আল সাবাহের সঙ্গে দেখা করবেন পররাষ্ট্রমন্ত্রী।
আমিরের কাছে প্রধানমন্ত্রীর বার্তা প্রেরণ করে সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশ করা ছাড়াও তার দায়িত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শেখ হাসিনা কুয়েতের ভ্রাতৃ সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছিলেন এবং রয়েল পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেছেন।

গত শুক্রবার ড. মোমেন কুয়েত দূতাবাসে শেখ সাবাহ আল আহমেদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুতে শোক বইতে স্বাক্ষর করেন। ওই সময় ড. মোমেন কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে আমিরের অবদানের কথ স্মরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন